মাকড়সার মতো সুতাহীন জাল বুনেছি
প্রিয়তম কাউকে আটকাবো বলে,
নিষ্ফলা কৃষকের মতো রোপণ করেছি বীজ
ভালোবাসার ফসল ফলাবো বলে,
জলের ধারার মতো প্রেমের ধারা এনেছি
পাথুরে হৃদয়ে ফুল ফোটাবো বলে,
আমি নিরাশার বুকে আশার ঘর বেঁধেছি
স্রষ্টার প্রতি আস্থা রেখেছি বলে,
কষ্টকে উপেক্ষা করেছি, ধৈর্য ধরেছি
তাকদির বিশ্বাসে বেঁধেছি বুক,
যা কিছু লিখা আছে তাই যদি ঘটে ---
মেনে নিব হাসি মুখে ঘটুক ঘটুক।