শহরের গাছগুলো রোগাটে মুমূর্ষ
বৃষ্টির পানিতে হয় তারা হর্ষ।

শহরের গাছগুলো কাঁদে বারো মাস
বৃষ্টি হলে তারা নেয় নিঃশ্বাস।

শহরের গাছগুলোর ব্যথা ভরা মন
ধুলোবালি মাখে তারা সারাজীবন।

শহরের গাছগুলো দেয় ফুল ফল
তবু তারা পায় না একফোটা জল।

শহরের গাছগুলো বেড়ে উঠে অনাদরে
তবু তারা বেঁচে থাকে মানুষের তরে।