বৈশাখ আসে
সোনালী ধান হাসে
সোনালী মাসে,  

জৈষঠি আসে
আম কাঁঠাল নিয়ে
মধুর মাসে,