"নিজেকে  ছড়িয়ে দিতে চাই "
জাকিরুল চৌধুরী
  
আমি  আমাকে ছড়িয়ে দিতে চাই এই বাংলার দুয়ারে দুয়ারে,
নিজেকে ছড়িয়ে দিতে চাই গন্ধ রাজ ফুলের মতো।
নিজেকে ছড়িয়ে দিতে চাই মুক্তিযোদ্ধার মাঝে,
আমি নিজেকে ছড়িয়ে দিতে চাই সকল মানবতার মাঝে।
নিজেকে ছড়িয়ে দিতে চাই দখিনা বসন্তের হাওয়ায়,
নিজেকে বিলিয়ে দিতে চাই এই বাংলার অসহায় মানুষের মাঝে।
নিজেকে বিলিয়ে দিতে চাই,
সখা বলেনি ঝুট।
নিজেকে ছড়িয়ে দিতে চাই গ্রামের দুখিনী মায়ের বুকে,
বক্ষ পরিপূর্ণ হয়ে থাক দুখিনী মায়ের কুল।
নিজেকে বিলিয়ে দিতে চাই,
এই বাংলার সবখানে।