এই ভুবন ছাড়া আছে মায়ের একটি দেশ,
সেই দেশটি দেখতে সুন্দর মনোরম বেশ।
মায়ের কুলে শুয়ে যখন শুনি সেই দেশের কথা,
মায়ের মুখের কথা লাগেই বড়ো মজার ততা।
মায়ের দেশের আকাশে জমে আছে ব্যথা,
মুচে যাক সেই ব্যথা থাকোক হাসি মুখে কথা।
সেই মায়ের জন্য কাঁদছে দেখো নীল আকাশ,
সেই মায়ের কথা ছড়িয়ে দাও তুমি বাতাস।