এই দিন সেই বেলা থাকবে না আর কবুও,
যার জন্য কাঁদছো তুমি থাকবে না তবু্ও।
এই সকাল সে-ই বিকাল থাকবে না আর,
বলছে তোমায় বলো বন্ধু তুমি কার?
এই সময় সেই কাল থাকবে না আর,
এসেছো যেথায় থেকে হবে তুমি তার।
এই বয়স সেই যৌবন থাকবে না কবুও,
যতই তুমি দেখাও বল চলে যাবে তবুও।