বাংলাদেশে বাঙালির গর্ভে জন্মেছি বলে
আজ আমি বাঙালি!
সত্যিই কি আমি বাঙালি?
তবে কোথায় আমার একুশ?


সভা সমাবেশে, টিভি পর্দায়
আলোচনা অনুষ্ঠানে, ভাষার কথাই বলি
তাও আবার বিলেতিদের সুরে!
হায়রে বাঙালি, ভুলেই গেলি একুশ?


রক্তে ভেজা অমর একুশ
কারো বাবার কড়ি দিয়ে কেনা নয়!
ভাষা শহীদ, রফিক, জব্বার, সালাম, বরকতদের
তাজা রক্ত দিয়ে গড়া অমর একুশ,
বাঙালির অহংকার!!


১৯ মাঘ ১৪২৩
ইমান্দিপুর সাভার ঢাকা