দস্যি ছেলে কই গেল দ্যাখ্
কোথায় করছে খেলা,
খাবার সময় খায় না সেতো
পাঠে করে হেলা৷


কারো কথার ধার ধারে না
আপন কাজে তর সহে না
বড্ড পাঁজি ছেলে,
সাড়াটি দিন কোথায় থাকে
কোনবা গাঁয়ের পথের বাঁকে
কাটায় শুধু খেলে৷


একটু কথার এদিক হলে
মুখের উপর যায় সে বলে
সব করে দেয় ইতি,
শত্রু-মিত্র, পর বোঝেনা
গরীব-ধনীর পাট খুঁজেনা
সকলের গায় গীতি৷


তবু মায়ের সোনা-মানিক
আঁধার রাতের বাতি,
এমন ছেলে আর কটা হয়
যে সকলের সাথি৷