মৃতপুরীর দেশে
  _আল মুস্তাগনী


তোমরা কি কেউ আসবে ও ভাই
মৃতপুরীর দেশে,
সাতসমুদ্দুর পাড়ি দিয়ে
আসবে বীরের বেশেবেশে ।


যেথায় আলো নেই-তো কোথাও
অন্ধকারে ঢাকা,
গা ছম্‌ছম্‌ সেই পাথারে
আমার হয় গো থাকা ।


কোন কোলে এক ডাইনী মাসি
যাদুর কাঠি ঘসে,
মায়ের সোনা ধন আমারে
রাখে যাদুর বশে ।


খাবার সময় দেয় না খাবার
উপোস করে থাকি,
আদর সোহাগ এখানেতে
শুভংকরের ফাঁকি ।


মায়াবিনীর মায়া জালের
মরণকলে ফেঁসে,
যায় চলে যায় জানটা ও ভাই
যমের নদে ভেসে ।


তোমরা কি কেউ আছ ও ভাই
মুক্ত করে আমায়,
আর কটা দিন থাকতে দেবে
সাধের এই না ধরায় ।