জীবনের প্রতিটি পাওয়া
কিছু সময়ের জন্য হাত বাড়িয়ে থাকে ।
কিছু স্মৃতিযেন,সারা জীবনটাতে ভাসিয়ে জড়িয়ে থাকে ।
দিনের আলো যখন ফুরিয়ে সন্ধ্যা নামবে,
হয়তো তখনি তুমি ভালবাসার মর্ম বুঝে,
ভালবাসার পিছন ছুটবে ।
বসন্তের সুগন্ধি ফুলগুলো যখন অপেক্ষার প্রহর শেষে
এক এক করে ঝরে যাবে,
হয়তো তখনি তুমি ফুলের স্পর্শ পাওয়ার আশায়
ঝরাফুলগুলো হাতে তুলে নিবে ।।
কিন্তু এতেই কী প্রকৃত শান্তি পাবে.......?
সেই ঝরাফুলের দূর্গন্ধ ঘ্রাণের মত ।


বলছি বন্ধু তোমাকে,
এবার তাকিয়ে মত ফিরাও আমাতে ।
হয়তো প্রকৃত শান্তি পাবে
আমার কথার স্মৃতিগুলোতে ।
নয়তো লালনের সময় গেলে সাধন হবে না কথাটি
স্থানন্তরিত হবে তোমার অন্তরে অন্তরে ।।
স্রোতনদী চেয়ে থাকবেনা, তোমার সুন্দর চেহারাতে।
বাতাসও অপেক্ষা করবেনা,
তোমাকে শীতল করাতে।।


হয়তো বা তোমার অপেক্ষায়
প্রহর গুনছে কোন একজনে,
সাদরে গ্রহন কর এইক্ষনে।
হয়তো-হয়তো তোমার একাকী সাগরে
জড়িত হয়ে ভালবাসা ম্লান করে দিতে চায়,
দুজনে সেই সাগরে সাতঁরাবে বলে।।


তাই বলছি তোমায় বারে বারে
সময় থাকিতে স্বাদ গ্রহন কর ।
ভালবাসা আসেনা বারে বারে
মনের ছোট্টকুড়েঁ ঘড়ে ।