উল্টো রথে চলছে সবে
উল্টো দেশের হাল,
কাল হয়েছে আজ আর
আজ হয়েছে কাল।
দিগন্তজোড়া খালি মাঠে
হচ্ছে দালানকোঠা,
হাড্ডিসার দিনে দিনে
হচ্ছে কেমন মোটা!
নগর বন্দর দূরে ছিল
জনশূন্য মাজার,
দু'কদম হেঁটে গেলেই
ছোটখাটো বাজার।
পালতোলা নৌকা নাই
ইঞ্জিনেতে চলে,
গ্রামগুলি ভুতুড়ে নয়
রাতে বাতি জ্বলে।
রাস্তাঘাট ফাঁকা ছিল
যানবাহন কম,
যানজটের জ্বালায় এখন
কষ্ট নিতে দম!
কারখানার কালোধোঁয়ায়
বাতাস হচ্ছে ভারী,
দূষণ হচ্ছে পরিবেশ
ভারসাম্যতা ছাড়ি।
খালে-বিলে মাছ নাই
ফিশারিতে চাষ,
গোরু খায় শুকনো খড়
নাই যে কচি ঘাস।
পায়ে হেঁটে যায়না কেউ
টমটমে তে চড়ে,
ছেলেমেয়ে বাংলা ছেড়ে
ইংরেজিতে পড়ে!