বিশালদেহী ঐরাবত একশো বছর বাঁচে,
বাঘ বড় হিংস্র প্রাণী যেওনা তার কাছে!
জেব্রা অতি সুুন্দর সাদা-কালো ডোরা,
দেখে যেন মনে হবে সাজ করা ঘোড়া।
জলে বাস হিংস্র প্রাণী রাক্ষুসে কুমির,
হাতির চেয়ে অনেক বড় দেহখানা তিমির।
সিংহ খুব বদমেজাজি তাইতো বনের রাজা,
গাধার জীবন ভারবহন এটাই তার সাজা!
উঁচু গাছের মাথায় চড়ে চুপটি বসে উল্লুক,
ভয় দেখাতে দুই পায়ে দাঁড়িয়ে যায় ভাল্লুক।
দিনে কানা নিশাচর উল্টো ঝুলে বাদুড়,
কেঁটেকুঁটে সাফাই করে ঘরের নেংটি ইঁদুর!
কান লম্বা লেজ ছোট তুলতুলে খরগোশ,
গরু ছাগল মহিষ ভেড়া ঘরে মানে পোষ।
ঘোড়া ছুটে দ্রুতবেগে, হায়েনার আছে নখর,
জিরাফ অতি লম্বা প্রাণী দৃষ্টিশক্তি প্রখর!
কাঁটালো সজারু চিনি ধারালো তার দাঁতে,
এঁকেবেঁকে চলে সাপ বিষ নিয়ে সাথে।
মরুভূমির জাহাজ উট,ক্যাঙ্গারুর থলে,
চামচিকা লাথি মারে হাতি কাদায় পড়লে!