এককালে এই দেশে ছিল কত পেশা,
পৈতৃক পেশা নিয়েই ছিল যত নেশা!
চাষাবাদ নেই চাষীর ব্যবসাতেই ধন,
কাপড় কাচা ছেড়ে ধোবার অন্যকাজে মন!
কামারের ছেলেটা যে হয় ট্রাক ড্রাইভার,
মন্দিরে পুরোহিতের কিবা আছে চাইবার?
নৌকার মাঝি এখন বয়সেতে বালক,
ড্রাাইভিং শিখে নিয়ে হবে অটোচালক!
মাছধরা ছেড়ে জেলে চাকরি করে বন্দরে,
বেদের মেয়ে শিঙা ফেলে বাস করে অন্দরে!
ঘোষপাড়ায় গোরু নেই দোকান আছে গঞ্জে,
সূঁতো বোনা ছেড়ে তাঁতি পড়াশুনায় মন যে!
জুতো সেলাই ছেড়ে মুচি বসে হিসেব মিলাতে!
নাপিতের ছেলে এখন চুল কাটে বিলাতে!
মাটির পুতুল, হাঁড়ি-পাতিল নেই পালবাড়িতে,
ফুলের মালা গলায় দিয়ে মালি চড়ে গাড়িতে!
মেথরানী ঝাড়ু দেয় আপন পেশার গরজে,
পান চাষে নেই বারুই কাজ নেই বরজে!