ভাবছি বসে এমন কথা----


চাল পেতে ধান ভানতে হয়
পান্তা  খেতে নুন আনতে হয়
এলোচুল বাঁধতে হয়
হাসলে বেশি কাঁদতে হয়
এগিয়ে গেলে থামতে হয়
উপরে উঠলে নামতে হয়
বাঁচার মত বাঁচতে হয়
ধূলো-ময়লা কাচতে হয়
বিধি নিষেধ শুনতে হয়
নইলে ফাইন গুনতে হয়
স্বচ্ছ জলে নাইতে হয়
জয়গান গাইতে হয়
অতি কাছে আসতে হয়
জীবকে ভাল বাসতে হয়
প্রেমের তরী বাইতে হয়
সময় হলে যাইতে হয়
পাওয়ার মত পাইতে হয়
পাইতে কিছু চাইতে হয়
নিয়ম নীতি মানতে হয়
শমসের হলে জানতে হয়
মন্দ অভ্যাস ছাড়তে হয়
তবেই নজর কাড়তে হয়।


      -----জীবন পাবে যথার্থতা!