দেখি যখন নিজেকে
সামনে নিয়ে আয়না,
মনে জাগে কত শখ
কত রকম বায়না।
দুধে-আলতা হত যদি
গাত্রবর্ণখানি,
থাকত অঢেল টাকা পয়সা
জীবন ষোল আনি!
হতেম যদি নামীদামী
কবি-সাহিত্যিক,
সুরের জাদুর ঈন্দ্রজালে
ছড়ায় দিগ্বিদিক!
আমার যদি থাকত ডানা
মুক্ত পাখির মত,
নীলাকাশে ভেসে বেড়ায়
বকের সারি যত!
পালোয়ানদের মত যদি
থাকত গায়ে তেজ,
মশামাছি তাড়িয়ে দিতাম
নাড়িয়ে দিয়ে লেজ।
কখনো ভাবি মঞ্চে ওঠে
গলা ফাটাই বর্ক্তৃতায়,
নায়ক হই, গায়ক হই
চেষ্টা যত করছি তায়!
কবি হই, প্রেমিক হই
সবগুনেই গুনী হই,
এতগুন থাকবে ক’দিন
ক’দিন-ই বা বেঁচে রই!