বছরের শুরুতেই করেছি পণ,
সিদ্ধান্তে অটল রেখেছি মন!
জাগব না আর অধিক রাত,
আসুক না যতই প্রতিঘাত!
সকাল সকাল বেডে যাব,
সন্ধ্যারাতেই ডিনার খাব!
পারলে একটু হাঁটাহাঁটি,
করব না আর খাটাখাটি!
মোবাইলটাকে দূরে রেখে,
ঘুমিয়ে যাব নাকটি ডেকে!
জাগব অতি ভোরবেলায়,
কাটবে দিন সুখের ভেলায়।
হাতে নিয়ে মোবাইলখানা,
যাচ্ছে সময় ঘণ্টা টানা।
চোখের মণি জ্বলে ওঠে,
ঘুম ক্লান্তি পালায় ছুটে!
কিযে যাদু সেলফোনে!
চুপটি বসে ঘরের কোণে!
পণের কথা মনে নেই,
বছর যাবে এমনিতেই!