হারিয়ে গেল হালের গোরু
লাঙ্গল জোয়াল মই,
হারিয়ে গেল কাঠের ঢেঁকি
বিন্নি ধানের খই।
হারিয়ে গেল পালের নৌকা
দাঁড় বৈঠা গুণ,
হারিয়ে গেল বায়স্কোপ আর
গানের গ্রামোফোন।
হারিয়ে গেল বাউল গান আর
ভাটিয়ালি সুর,
ছেলেমেয়েরা দেখেনা এখন
কাকডাকা ভোর।
হারিয়ে গেল শীতলপাটি
আর মসলিন শাড়ি,
আরামদায়ক পরিধানে
খুশি মোঘল নারী।
হারিয়ে গেল কলুরবলদ
ঘানি ভাঙা তেল,
হারিয়ে গেল কুপি বাতি
বিয়ের লাঠিখেল।
হারিয়ে গেল রেডিও আর
সাদা-কালো ছবি,
হারিয়ে গেল কাঁচের চুড়ি
রেশমী ফিতা সবই।
হারিয়ে গেল মৃৎশিল্প
সোনালী আঁশ-পাট,
হারিয়ে গেল যাত্রাপালা
সানবাঁধানো ঘাট!
হারিয়ে গেল টাইপরাইটার
তালপাতার পাখা,
চার বেহারার পালকি এখন
যায় নাতো দেখা।
হারিয়ে গেল হাওয়াই মিঠাই
আর পুতুল খেলা,
জল আনিতে যায়না বঁধু
ঘাটে এই বেলা।
হারিয়ে গেল গাজীর গীত
পালা পটের গান,
হারিয়ে গেল তামাক হুক্কা
কিমাম দেয়া পান।
হারিয়ে গেল পোষ্টকার্ড,চিঠি
কলাপাতায় খাওয়া,
হারিয়ে গেল পাটের চাষ
পানিতে জাগ দেওয়া।
হারিয়ে গেল পাঁয়ে হাঁটা পথ
শিলনোড়া যাঁতাকল,
হারিয়ে গেল মাটির কলসির
ঠান্ডা সুপেয় জল।