সন্ধ্যা আর রাতের পর্ব---


সন্ধ্যা ঘনিয়ে আসে ধরাচর জুড়ে
সূর্য যায় হেলে
পশ্চিম আকাশের কোলে
আকাশে রক্তিম লালিমা ছড়িয়ে
পাখ-পাখালির দল সব ফিরছে নীরে,
ডানা মেলে উড়ে উড়ে,
বিষন্ন বিকেলের সমাপ্তি নেমে আসে,
ধূসর কুয়াশায় ভর করে প্রকৃতির মাঝে
দূরের ওই মেঠোপথ মিলিয়ে যায়
আধো-অন্ধকারে ছেয়ে গিয়ে দিনের চক্র
সাঙ্গ হয়,
সৌরজগতের নিয়মের মাঝে ভোরে মনে পড়ে সন্ধ্যার আকাশে ভোর আসলে তখন বড্ড মনে পড়ে ।


সন্ধ্যা নামার সাথে সাথে কি যেন এক অপার্থিব ভীতি নেমে আসে সারা মন জুড়ে যেন অশুভ কোন কিছুতে ধাক্কার মত বাজে তোরে ছাড়া মন পুড়ে আর মন পুড়ে;
সুদীর্ঘ অপেক্ষার রাত কাটানোর চিন্তা কেমন যেন অবসন্ন হয়ে আসে মনটা;
একা একা রাত কাটানোর তোরে ছাড়া একা একা অন্ধকারে তারা গোনা তোরে ছাড়া একা একা অন্ধকারে তারা গোনা তোরে ছাড়া একা একা ভাবনার সাগরে হারিয়ে স্বপ্নে তোরে পাওয়া একা একা কল্পনার সব রাক্ষসপুরীতে মন হারিয়ে যাওয়া,
একা একা তোর জন্য প্রতীক্ষার প্রহর গোনা একা একা রাতের প্রহরগুলির ঢং ঢং ঘন্টা ধ্বনি শোনা একা একা কেমন জানি,
বড্ড অস্থির একা একা তোরে ছাড়া তোরে ছাড়া রাতগুলো এত দীর্ঘ হয় কেন বলতে পারিস?


রাতের প্রহর গুলোতে একা একা তোর কথা ভাবি,
কোন এক অচিনপুরের তুই যেন এক নৈশ মানবী চোখে ভেসে ওঠে সেইসব দিনগুলোর ভালোবাসা ছবি ভালোবাসায় কোথায় কমতি ছিল?
যে তুই এভাবে হারাবি ।


আজকাল শহরে জীবনে আর শিয়ালের ডাক শুনি না,
প্রহর কোথা দিয়ে আসে যায় তা বুঝি না,
আজকাল শহরে রাতে আর আকাশ খুঁজে পাই না
দৈত্যাকার সব দালান কোঠা বেধেছে আড়াল আজকাল শহরে জীবন রাত যেন রঙিন আজকাল শহরে জীবন,
কে থাকে প্রতীক্ষায় প্রতিদিন?
ভালোবাসার জন্য কিংবা আমার মতো করে তোর জন্য


আজকাল ভালোবাসা নাকি টাকাতে বিকোয় আজকাল প্রেম এক খেলা ছলনা,
আজকাল ভালোবাসায় প্রেম লাগে না,
আজকালকার ভালোবাসা টাকা চিনে শুধু বুঝি না তাতে মানুষ কি পায় এত মধু,
প্রেম কি এতটাই ফেলনা,
নাকি ভালোবাসা শুধুই দেহ ভিত্তিক এক খেলনা,
আমার বোধগম্য হয় না ।
আজকাল ভালোবাসা নাকি রাতের ফানুস,
বাসনার সমাপ্তিতে মন থেকে উড়িয়ে দেয় মানুষ;
অথচ আমি শুধু বুঝি মনের ভেতর থেকে আমার যত ভালোবাসা সব,
তাতেই আসে থেমে স্থির, অবিচল, পাহাড়ের মত নিশ্চল,
সমুদ্রের গভীরতা নিয়ে প্রতিদিন ভালোবেসে যাই তোকে ।


আজকাল রাতের শহরে কত ঘুরে বেড়ায় নিশিকন্যা কটা টাকার বিনিময়ে ক্ষণিকের জন্য বিলোয় ভালোবাসার বন্যা,
সে কি ভালোবাসা নাকি শুধুই ক্ষণিকের কামনা আর বাসনা,
তাহলে কি ভালোবাসা এরেই কয়?
আসলে আমি কিছুই বুঝি না ।
ভালোবাসা বলতে আমি বুঝি - তোর আইলেনার লাগানো বড় বড় চোখে আমাকে দেখা,
তোর রাগে লাল হওয়া ঘর্মাক্ত নাক, আর আমার বুকে নাক ঘষা,
তোর কানের ঝুমকো জোড়া আমার হাতের খেলনা,
তোর চিবুকের লাল তিলটা যেটার স্পর্শে কেমন এক শিহরণে ভরা আমার প্রাণটা তোর অভিমানে বেঁকে থাকা ঠোঁট জোড়া যেখানে চুমু না খেলে কাটত না আমার দিনটা তোর গলা বেয়ে উঠে আসা উমম শব্দটা কেমন যেন আবেশে ভরিয়ে দিত আমার মনটা তোর চুল,
নখ আর মুখ
তোর হাসি,
কান্না আর সুখ,
আসলে আমার ভালোবাসা বলতে পুরোটাই তুই শুধুই তুই আর তুই ।


তবে কেন আমাকে কাটাতে হয়,
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী?
প্রতীক্ষার প্রহর গুনে আর অপেক্ষা ভরা মনে আমি আসলে হয়তো মানুষ নই অন্য কিছু আমি আসলে হয়তো মানুষের ছায়া মাত্র কোন অপভ্রংশ মানুষ নামক জীবের কিংবা এলিয়েন কোন কিংবা আমার ক্রোমোজোমে,
কোথাও কোন গণ্ডগোল আছে তাই হয়তো তাদের উপেক্ষার পদাঘাত জর্জরিত প্রতিদিন কিংবা ভুল করে পৃথিবী নামক গ্রহে চলে আসা কোন প্রাণী,
যার বোঝার ক্ষমতা নাই কেন তুই আজ অন্য কারো ঘরণী?


মানুষ আমায় হয়তো পাগল বলে,
তাতে আমার কি এসে যায় ।
এখনো শুধু তোকেই ভালোবেসে যাই, তাতে তোর কি এসে যায় পাগলের মত ভালোবাসা গ্রহন করতে হলে,
নিজেকেও যে পাগল হতে হয়,
তা আমি যেন একটু একটু বুঝতে পারি তাই তো তোর থেকে দূরে সরে গিয়ে একা একা তোকে ভালবাসতে পারি ।
প্রতিদান চাই না আমি কিছুই তোর কাছ থেকে সুখে থাকিস তুই চিরকাল তাতেই আমার হবে ।


এভাবেই ভাবনার রাজ্যে হারিয়ে যাই প্রতিদিন,
তোরে নিয়ে ভাবনা তোরে নিয়ে কল্পনা আর স্বপ্নে স্বপ্নে বাস ।
দিন আর রাতে মেটাই মনের যত যাতনা কেটে যাচ্ছে তো জীবন,
জীবনের মত করে ।
প্রতীক্ষার প্রহর গুনে তোরে দেখার,  অপেক্ষার রাত গুনে তোর ফিরে আসার । তোরে বড্ড মনে পড়ে ইদানীং অনেক বেশি করে ।।