এক দিন আমি গেয়েছিলাম ঘুরতে ঘুরতে নদীর ধারে,
হঠাৎ করেই আমি দেখা পেয়েছিলাম এক মেয়ের ।
নদীর তীরে সারি সারি কতই সাদা কাঁশ ফুল,
তার রূপ দেখিয়া আমি পরী ভেবে করেছেন ভুল ।
কাজল কালো দু'নয়ন মায়াবী মেঘের বরন কেশ,
তাহার হাসিতে মূক্ত ঝরে দেখিতে লাগে বেশ ।
বসন্তের উদাসী বাতাসে ভেসে আসা ফুলের গন্ধে,
কোকিলের মধুর সুরে সেই মেয়েটি নাচে আনন্দে ।
তার নাচের তালে তালে প্রজাপতি পাখা মেলে, তুমায়
তরুলতা দুলে ওঠে ছন্দে তালে আপন মনে মনে ।
বুঝে উঠতে পারিনি আমি কবে সেই মেয়েটি,
কখন যেন করে নিয়েছে চুরি আমার অবুঝ মনটি ।