তুমি মোর মনের মানুষ
মোর জানের জান,
তুমায় বন্ধু না-দেখিলে
বাঁচেনা এই প্রাণ ।


তুমি মোর ভালোবাসা
হৃদয়ের এই শাণ,
তুমি ওগো লক্ষ তারা
আকাশের ওই চান ।


তুমি শুধুই মোর জীবনে
মোর মনের মণিকা,
স্তব্ধ আঁধার রাতে ওই চান
প্রথম আলোর কণিকা ।


তুমি অমন সুন্দর করে
সেজেছ সোহাগী,
কাজল কালো দু'নয়ন
মায়াবী মুখের হাসি ।


তুমি মোর বন্ধু প্রিয়া
বন্ধ কর লোকচুরী খেলা,
মোর সামনে আস তুমি
কর কেন অবহেলা ।


তুমি থেকো মোর ঘরে
রাখিব মহা শুখে,
ঈর্ষা করে যদি কেউ
তাদের দিব বকে ।