ভোগান্তি, আজকাল তোমাকে বড় বেশী উৎফুল্ল দেখি
অপরাজেয় মঞ্চে।
পথে ঘাটে কিংবা অফিস আদালতে অলি গলি সবখানে
তুমি আজ কোথায় নেই!
বীর দর্পে ভোগান্তির ডানা মেলে তুমি জাগ্রত;
তুমি চেয়ে দেখলে না বঞ্চিতের হাহাকার, মৌলিক অধিকার
একবারও কাঁদলে না, তুমি কাঁদলে না
তুমি বুঝলে না ।
দারুন উৎফুল্লে তোমার পথ চলা, অবিরাম পথ চলা ।
স্থলে- জল, খোড়া রাস্তা, নোংরা ডাসবিন, কাউয়াদের ঝটলা
বিদ্যুতের লোডসেডিং কর্তাদের বাড়াবারি ,এই সবকিছু
তোমার মঞ্চে। তুমি একবার ভাবলে না
মানুষের ভোগান্তি।
নিষ্ঠুর জল্লাদের মতো মায়ের স্পন্দনে বাসা বেঁধে
তুমি ভোগান্তি!
ভোগান্তি, আজকাল তোমাকে বড় বেশী উৎফুল্ল দেখি
লাল সবুজ প্রান্তরে।
কি সুখ তোমার? কারা দিয়েছে এত সুখ ?
সুখ দিতে গিয়ে কোটি কোটি মানষের এত যন্ত্রনা ।
জীবন  চলে না, সদা আতঙ্ক, শিরা -উপশিরা স্থবির !
থমকে এসেছে পায়ের গতি,
এই সুখ জনতা চায় না, এই সুখ  জনতা চায় না !
ভোগান্তি, আজকাল তোমাকে বড় বেশী উৎফুল্ল দেখি
প্রায়শ দেখি, স্বার্থলোভীদের প্রেমিক রূপে, প্রেমিকা রূপে
হে ভোগাক্তি, তুমি দুর হও, হয়তো সেই সুখের
উল্লাসে জনতা নেচে উঠবে।
তুমি হেরে যাও জনতার বিজয়ে, প্রতিদিন ,প্রতি মুহূর্তে।
------------------------