প্রাণ আর প্রেম একই মায়ের সন্তান
স্পন্দনের অদৃশ্য অনুভূতির ক্রন্দন!


এরা দুটো সুখ-দুঃখের ভাই
পরম স্বর্গের অভিন্ন আঁখি তারা।
আনন্দ- ব্যাদানার সূরভিত ফুল আর বিষাক্ত চারা।


যেন কাশ ফুলের শুভ্র নদী
যায় গো দোলে যায় নিরবধি।
এক কল্পনা হতে আসে, এক মোহনায় হয় গো হারা।


শিরা-উপশিরায় শিহরণ দেখি
কোন সাগরে যায় গো ডাকি,
প্রণয়ের তরী বয় গো যুগল সন্ধি দ্বারা।।


তুমুল ঝগড়া বাধে আপোষে…
উত্তেজনার যবনিকা ঘটে অবশেষে
মধুর যে এক যুদ্ধ প্রাণে প্রাণে স্পর্শ্ করা।


স্বর্গের অনুভূতি যেন ধেয়ে আসে গভীর শিহরণে বেশী,
যে কল্পনা ছিল, আজ সে যে হৃদয়ের প্রেয়ষী।
প্রেম ছোঁয়েছে গোলাপ শিউলী
একই প্রাণের স্পন্দনে খেলি,
পরিসমাপ্তি হয়গো আনন্দ উল্লাসে বিবেধ ছাড়া।
----------------------------------------