এই শুনছো ? তুমি আমার কাছেই আছো !
তুমি আছো মন মন্দিরের উষ্ণ ফুলদানিতে,  
উত্তাল দেহের শিরা উপশিরায় মরু বক্ষের অন্তরে
তুমি আছো যৌবন তরঙ্গের তৃষ্ণার্থ্ ভেলকনিতে ।
তুমি আছো সদ্য ফোটা গোলাপের অমীত শোভায়
মৌয়ের স্বপ্নীল সুধায় বিভোর নয়নে
উচাটন মনে সর্বক্ষণে অতি যতনে ।
ভাবুকের উরু তরে তৃষ্ণ স্রোতের তৃপ্ত মিলনে
তুমি আছো উতাল নদীতে মাঝির সঙ্গপানে ।
তুমি আছো পুলক কাঠির স্পর্শ্ শিরে
লাজুক চোখে রাঙ্গা ঠোটে মুচকি হেসে !
অনুভব তীরে কৃষ্ণ তিলকে রক্তিম পলাশে ।
তুমি আছো বুভূক্ষ হৃদয়ের তৃষ্ণার্থ্  শুলে
তুমি আছো ভালবাসার মধুময় শিহরন ফুলে ।
তুমি আমার কাছেই আছো ঝরা বকুলের মাল্য দানে ।
হৃদয়ের গহিন তৃষ্ণার্থ্ বানে যৌবনের উত্তাল গানে ।
তুমি আছো অন্দোলিত প্রেম প্রবাহে দুর্বার নির্যাসে
সৌরভ গায়ে - অতৃপ্ত সুবাসে –
হৃদয়ের উচ্ছাসে ।
আমার কাছেই আছো -আমার কাছেই আছো  ।
   ---------------------