প্রভূর সায় শান্তির তরে মুক্তির জন্যে এল
নবীর কাঁধে ছোয়ার করে মানবেরই আলো ।
সেই পথের নির্দেশ মতে মানব সবে চল
অন্যে পথে ভ্রান্ত রহে হারিয়ে নিজের ভাল ।


ওরাই খাঁটি যারা চলে আল্লাহ-রসুল মতে
অদৃশ্যে ইমান এনে কোরআন হাদিস পথে
একক আল্লাহ অন্তেঃ যপে ক্ষণিক প্রাণে সাজে
ইসলামেরই ছায়া তলে শান্তি খুঁজে রোজে ।


জেনে রেখো কাফের ওরা ইমান নাহি আনে
যতই বল নাহি ফিরে শান্তির বাণী শুনে
ফিরবে কিবা প্রভূ ওদের দিয়েছে পর্দা বুনে !
ওরাই জালেম ওরাই কাফের অন্ধ বধির কর্ণে ।


চাউর করে এনেছে ইমান আদৌ ওরা নহে
দাঙ্গা-হাঙ্গামা  ধোঁকা ওদের নিত্য কর্মে বহে ।
মুমিন যারা ইমান এনে আল্লাহর পথে রহে
ইসলামের ঐ শান্তির বাণী ছড়ায় ধকল সহে ।


নহে কভূ ইসলাম ধর্ম্ রক্তের হোলি খেলে
মনোনীত ইসলাম ধর্ম্ কেবলই প্রভু দিলে।
ভ্রান্ত নহে মুমিন রবে ঐ বিচার কালে ।
মুক্তি তবে পাবেই তুমি শান্তির পথিক হলে ।


           ---------