কি যে এল -কি যে হল -লাজ সরম নেই
সেই অতীত  হালে এসে গেল যেন কই !
গোমটা মাথায় বোকরা পড়া নারী সকল ঐ
থাকতো সবে সমাজ গড়ে আদব কায়দা লই
সেইদিন দেখি একটি ছেলে নারীর যৌবন ফুলে
কত ডংগে হরেক খেলায় তারই  ভরা কোলে
আধুনিকতার নগ্ন ছোঁয়ায় লাজ সরম ভুলে ।
চুপি চুপি মোবাইল ফোনে যত কথা বলে ।
কত জনে দেখে ঐ তবু ওরা চলে ।
ঘরে বাইরে কত খানে হারাম দুয়ার খুলে ।
সে কিনা তার সহপাঠী গহিন ভাষা বুজে
স্কুল কলেজ ভার্সিটি -কোথায় নেই বাজে ?
আধুনিকতার নগ্ন ছোঁয়ায় কতক ছেলে মেয়ে
ইভটিজিং গুম হত্যা নিত্য সঙ্গী লয়ে
বাংলার বুকে ঐ  দেখ -আসছে বেজায় ধেয়ে !!
অতীত সেই নাইতো আর আধুনিকের চালে
ওঠছে  বেড়ে ভিন সেজে মানবগুলি সবে
নেশা গ্রস্থে ধবংস এনে হিরু নাকি হবে ।
আধুনিকতার নগ্ন ছোঁয়ায় চলছে সমাজ  গড়ে
প্রভূর বিধান নবীর শিক্ষা- সে  যে কত দুরে !
হালাল হারাম নগ্ন গ্রাসে দিচ্ছে আলো ধসে
ছাত্র-ছাত্রী একি করে -কেউ কি দেখে যেয়ে ?
অন্ধ পিতা -ভ্রান্ত মাতা -আধুনিক ছোঁয়া পেয়ে ।
ঐ যে ছেলে -ঐ যে মেয়ে -যখন তখন ফিরে
নেইনা খবর পিতা-মাতা - আসছে কিনা নীড়ে ।
তাদের ছেলে -তাদের মেয়ে- কার সঙ্গে ঘুরে!!
আধুনিকতার নগ্ন ছোঁয়ায় কত স্বপ্ন ঝরে ।
ঐ যে আঁধার নয়তো দুরে- ওরে জাতির পিতা
ধর্মীয় মুল্যেবোধে জাগাও সন্তান মাতা ।
বিধির বিধান নবীর শিক্ষা মানব মুক্তির ত্রাতা ।
আধুনিকতার নগ্ন ছোঁয়ায় নাহি উড়াও ছাতা ।
এসো ফিরে মূল্যবোধে ওরে মানব ভ্রাতা ।
----------------------------