প্রকৃতি ঐ দিচ্ছে ডাক দুলছে যত নীড়
হঠাৎ এসে কাঁপছে ভূমি হে মহা বীর ।
প্রভূর খেলায় কম্পিত এই জল স্হল তীর
নিয়তি আজ উল্টো পথে নিবে তবে শির
মাবন ভুলে জগত কূলে ধেয়ে অতঃপর
দুলছে ভুবন কাঁপছে যত নহে ধীর স্থির
ভরসা ঐ প্রভুর প্রতি রাখরে ইমানদার ।
রক্ষা কবজ একক শক্তি তিনিই দাবীদার
নকশা বিহীন উঁচু দালান যত বাড়ী ঘর
নাইবা রবে যদি ধেয়ে কাঁপছে থর থর !
পথে ঘাটে জলে স্হলে পায়না কেহ ছাড় ।
ঐ যে এসে কম্পন দূত করছে চূড় মার ।
সেইদিন তবে বাঁচতে হবে ওহে মুমিনদার
ইমান আন প্রভুর প্রতি তিনিই শক্তি ধর
নাইবা হেরে তারই পথে চল নারী নর
চাইনি প্রভূ তবু পেয়ে জগত পরিবার
তবে কেন আনিস তুই কম্পিত ঐ নীড়!
ভু-কম্পন দূর্যোগ  সবই কর্ম্ তোর
পেয়েছিস তুই উপহার ভেঙ্গে অঙ্গিকার।
   ----------------