এলেমকে দিওনা বাধা!প্রতি রন্ধে, প্রতি স্নায়ু-কোষে
জ্বলে কোন আলোর শিখা,মূর্খেরা তা বুঝে না।
ভ্রান্তের তিমির রাত্রি শেষ হয় কোন যাতনা বিষে!
জানো না মূর্খ্; অজ্ঞেরা তা বোঝে না।তবু জ্ঞানীরা
তীব্র সাধনার সেই আলোক স্পর্শ্ ছড়িয়ে জ্ঞানে
অফুরান!
অহেতুক মূর্খেরা নিজে নিজে হয়েছে বঞ্চিত প্রতারিত!
স্বপ্নের বিজয় নিশান দেখেনি কভূ অজ্ঞের দাবানলে..
তাদের একাল সেকাল নিরর্থ্ক! যাও হে মূর্খ্ !
এলেমের সংস্পর্শে! যাও হে মূর্খ্ !
জ্ঞানে নূর যেন পাও তোমার সেই রাত্রি শেষে-
হে নবীর উম্মত, হে তৌহিদী মুসলমান।
এলেমে সে মুক্তি খ্যাতি যশ এপার ওপার ধরি;
তপস্যা কর বেশী বেশী কোরআন-হাদিস পড়ি।
মূর্খেরা দেখে না পথ! পৌঁছে না বিজয়ের ঠিকানা
ছুটে অন্ধের মত শুধু!
শুধূ ছুটে শয়তানে মঞ্চে!
তাই হাদিসে এরশাদ করেছেন নবী
প্রত্যেক নর নারীর  জ্ঞান র্অ্জন করা ফরজ।
জ্ঞানের জ্যোতি তার ছড়া্বে ধরণী, দিয়ে যাবে
কত মুক্তির পথ, কত সে শক্তি, কত তার আলো!
বিধির নেয়ামত ,বিজয় নিশান মুমিনের এলেম।
ছুড়ে ফেল তাদের,আর  জ্বালিয়ে যাও জ্ঞানের প্রদীপ।
এলেমকে দিওনা বাধা!প্রতি রন্ধে, প্রতি স্নায়ু-কোষে
জ্বলে কোন আলোর শিখা,মূর্খেরা তা বুঝে না।
---------------------