আর কোন পাপ নয়, নয় কোন অভিশাপ
খোদাভীরু দলেরা এবার হবেই অনুতাপ!
কম্পিত অন্তর, ভীত যার পিঞ্জর
পাপের পদভারে!
সে হোক নতশীর ,প্রভূভীরু যত বীর
দাসত্বের কণ্ঠস্বরে!
এতো ইমানী পরীক্ষার মিছিল
হে আল্লাহ, দয়ার সাগর-
ইসলামের মিছিলে আমাকে করে নাও শামিল!
আর কত পরীক্ষা নেবে, নাও
তবু তোমার রহমতে প্রভূ
গোলামের চির মুক্তি দাও।
এভাবে পাপীষ্ঠ কিংবা জালেমের চরিত্রে নয়,
হৃদয় গহিন কালেমার বার্তা পৌঁছে দাও।
কঠিন বিচারে হে প্রভূ মুক্তির নিশান উড়াও!
ক্রমাগত মুক্তি দাও।
তোমার কৃপায় জ্বলে ওঠাও ফের
সাহাবী, খলিফাদের মত
আসুক শাস্তি, বন্ধ করে যাও অগ্নি দরিয়া
উম্মতেরা হারবে না তোমার দয়াতে।
জান্নাতের মিছিলে এগু্বেই সম্মুখে।
বিচারের এজলাস পেরিয়ে
তোমার বান্দারা হাসবেই !
ঐতো মুহাম্মদ (সোঃ) ডাকছে উম্মতদের!
ফিরে এসো প্রভূর পথে।
তবে কেন বধির মুমিন!তবে কেন দ্বিধা আর!
---------------------