মুক্তি আজ অন্ধকারে-দেখি না আলো আর,
এ জিন্দেগীর মোহে তার ইমান হারাবার!


মুমিন তরী কূল হারায়ে চলছে  অন্ধাকার !
ছিড়ছে পাল ভ্রান্ত ঘূর্ণে ডুবছে তরী তার!


বার্তা ছিল মানব মুক্তির ইসলাম আলো তল,
কেন তুমি ছাড়লে সেটা রাসূল আল্লাহর দল?


কোন পূজারী করল এমন ইসলাম ধর্মের পাল!
করেনি কেহ তোমার ভুলে এনেছো এমন ফল !


ছুটেছো তুমি ধরণীর বুকে মূর্খ্ –ভ্রান্ত- গাঁ
নেওনি কভূ নির্দেশ তাঁর করেছো বুকে ঘা!


ডেকেছো প্রাণে অগ্নি হাওয়া গুমরে ওঠে মন,
আল্লাহ ছেড়ে এমনি তুমি হয়েছো নাফরমান!


পথ ভুলে ওই নরক শিখায়, উড়ছো অগ্নি বন,
কোরআন-আলো হাদিস ছায়ায় স্বর্গ্ উচাটন!


জাগাও মনে প্রভূর বিধান  কোরআন –হাদিস ঐ,
বাতিল মতের ভ্রান্ত শাখা এমনি যাবে নুই।


মুমিন যত আঁউরে যেত নবীর নিশান ছুঁই!
ইবলিশ শয়তান হেরে যেত ইহ পর যাই।


ক্ষণিক ভবে গাওরে মুমিন বিধির গান সব,
রাসূল তাঁর প্রিয় বন্ধু আল্লাহ কেবল রব।


লা ইলাহা ইল্লাহু একক শক্তি ধর
মুহাম্মাদুর রাসুলুল্লাহ(সাঃ)মুক্তি অতঃপর!


--------------------