জগতের নর নারী জেগে ওঠুক পবিত্র বন্ধন জালে
ভ্রান্ত চেতনা দুরে যাক, আবার ফিরুক ছন্দতালে


বেপর্দা বেগানা নাঙ্গা গাঁয়ে রাঙ্গা ঠোঁটে উতাল প্রাণ;
বেসুর গানে শয়তান মঞ্চে লোটায় ইজ্জত সম্মান।


এ বিষ্ময় মানব সভ্যতার কাছে!যা আজ ঘূর্ণি স্রোতে
এরা নিয়েছে শুধু ধরণীর নির্যাস ,আর পুড়ছে অনল শিখাতে!


ভয়ঙ্কর দিন ভুলে অগ্নি কিনারে প্রিয়রা আজ বসি
আপনের পানে দেখে না চেয়ে নিভেছে মুক্তির শশী।


গোমরাহী হৃদয়ে  প্রাণের স্পন্দনে মোহর খচিত চাঁদ
জ্বলেছে সদা অগ্নি ঊনুনে ধরণীর প্রেম ফাঁদ!


অথচ পেয়েছে মুক্তির বার্তা জান্নাতি ফুলের তাজা ঘ্রাণ!
আজ যে বাতিলের অন্ধকারে মানবের চরিত্র নতজান ।


অন্তরে কোরআন লয়ে পাড়ি দেবে যারা ধরণীর দিগন্ত
ওপার বিজয়ে তারা হেসে ওঠবে  বেহেস্তের সব প্রান্ত।


আজ থেকে ভেঙ্গে যাক মানবের সব সংকীর্ণতা
নবীজির শিক্ষা ও দ্বিনের সাথে সভ্যতা হউক গাঁথা।


-------------------------