কে আচমকা এসে,নিয়ে যায় কেড়ে প্রাণের স্পন্দন,
হে  স্রষ্টার যমদুত বুঝে না পর -আপন
অনেক স্বপ্নের ঘর ভেঙ্গে যায়,
নির্দ্য় ভাবে তুলে নেয় প্রাণের কলরব;
করে না করুনা,কখন যে নেয় কার প্রাণের রক্ত সুধা!
সঙ্গহীন অতন্ত পথে নিয়তির এ কোন সাজা !
রুহুকে লুটে যায় ,কার হুকুমে এ নতশির পূজা?
নশ্বর ভূমে কোন ইচ্ছে গেয়ে যায় এ ব্যদনার গীতা?
কেন প্রেমের বন্ধন, নিখেলের বসতি অসীমের মিতা?
এ প্রাণের ধ্যান গুহা মাঝে গেঁথেছি তোমার বাণী
তবু কেন যাত্রা পথে এ ধরণী প্রিয়সীর ডাক শনি!
তোমার দুয়ারে নতশির গোলামের সূনিতেন আহ্বান,
অন্তরে নিয়েছি তৌহিদী বাণী হাদিসের সাম-গান।
হে প্রভূ মিথ্যে বলিনি কভূ.
এ সত্যের চেয়ে বড় কোন আলো আজ সব নিভূ!
তোমার গোলামেরা বঞ্চিত হবে না আর
শোন রে মুমিন, শোন রে মুসলমান, শোন রে ইমানদার,
এবার চল রে অনন্ত পথে ধরণীর সব ভুলে।
আল্লাহুয়াকবার, আল্লাহুয়াকবার,
লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)
এ বাণীর মর্ম্ গাঁথায়
প্রাণের কপাট বদ্ধ হউক গোলামের
একটি হুকুমের অবিনশ্বর সায় ।
কে আচমকা এসে,নিয়ে যায় কেড়ে প্রাণের স্পন্দন,
হে  স্রষ্টার যমদুত বুঝে না পর -আপন
------------------------