হে মানব, ঐখানে যেয়ো নাকো তুমি,
মিশো নাকো কভূ ঐ মূর্খদের সাথে;
ফিরে এসো ঈমানদার’
নবীজির পথে আলো ভরা কোরআনেতে;


ফিরে এসো অবিনশ্বর সত্ত্বায়-এ নশ্বরে
ফিরে এসো প্রভূর সীমানায়;
গোমরাহী থেকে আলোয়, আরো আলোয়
মূর্খদের সাথে তুমি যেয়ো নাকো আর ।


কিসের  প্রেম বাতিলের সাথে?ভ্রান্তের সাথে!
বাতিলের অন্তরালে আগুন
অবরুদ্ধ প্রাণে তুমি আজ;
নরক প্রেম অগ্নি হয়ে আসে।


হে মানব,
তোমার প্রেম আজ নরক
ধরণীর ওপারে জ্বলন্ত শিখা-
বাতিলের অন্তরালে আগুন ।
-----------