সম্মুখে ওগো ভয়ঙ্করতম সেই প্রলয় রাত্রি
জাগ্রত হও গো প্রিয় অবিনশ্বরের যাত্রী ।


প্রাণে ছিল স্পন্দন আয়ু শেষ তাহাতে
নশ্বর দিবে পাড়ি,যাবে কোন আলোতে?


নিখিলে মোহে ছিলে কত মায়া মমতা
রুহ তোমার একা পথে নেই কোন ক্ষমতা।


ফেলে গেলে মায়ার বাধন সঞ্চিত অর্থ্
আসেনি কাজে তোমার আজ সব ব্যর্থ্ ।


ধরণীর প্রেম বাতিলেরা আজ হবে দন্ড
ফরমান এলেই শুরু তাঁর প্রহরীদের কান্ড!


কালে কালে ডেকে ছিল সত্যের কত যাত্রী
নতুবা পথ হারাতে ভয়ঙ্কর হিসাবের রাত্রি  ।


এবার বল, নিবে কি পুঁজি !নাকি ধরণী চাও ?
আঁধার ধেয়ে এল! যেতে হবে খালি হাতে যাও!


আসছে ওগো ভয়ঙ্করতম সেই প্রলয় রাত্রি
জাগ্রত হও গো প্রিয় ওপারের যাত্রী ।
---------------------