কথা দিয়েছিলে তুমি জাগবে
কথা ছিল জাতির কল্যাণে হাল ধরবে
সেই থেকে তোমার পথ চেয়ে অপলক দৃষ্টি!


স্বার্থ্ গোষ্ঠির র্নিমম প্রহসনের মাঝে বার বার খোঁজেছি তোমায়
তুমি  ফিরে দেখনি একবারও দেখনি।


তুমি বলেছিলে যখন লাল সবুজ পতাকা মুক্ত গগণে দেখবে
তখন বুঝবে বিদ্রোহীদের পরাজয়ের দিন ঘনিয়ে এসেছে।
যখন দেখবে জাতির তরুণ -তরুণীরা অবসাদের মেঘে ঢাকা
বুঝবে আমি জেগে আছি মুক্তির জন্য,


আর যখন শাসকের অত্যাচার শোষন ধেয়ে আসবে, জানবে তখন
আমি প্রতিবাদের সম্মুখ সমর রণে..
সেই থেকে তোমার পথ চেয়ে অপলক দৃষ্টি!


মুক্ত গগণে লাল সবুজ পতাকা উড়ে গেছে সেই কবেই
সমর রণে বিদ্রোহীদের বাঁধা বিঘ্ন পথ পেরিয়ে
একে একে কত বেলা চলে গেল তারপরও-
তুমি জাগলে না , তুমি জাগলে না।


কথা দিয়েছিলে তুমি জাগবে
কথা ছিল জাতির কল্যাণে হাল ধরবে
সেই থেকে তোমার পথ চেয়ে অপলক দৃষ্টি!


জ্ঞান পাপীদের কৌশলী ছলনার মাঝে বার বার খোঁজেছি তোমায়
তুমি  ফিরে দেখনি একবারও দেখনি।


-------------------