ধরণী এসে ভেদ হয়ে গেছে সব আত্মার ঐক্যতান
যেখানে গড়েছে হিন্দু-বৌদ্ধ-খীষ্টান-মুসলমান ।
বার্তা ছিল ঐ!বিধান সবের একই হবে ভাই,
প্রভূ দাসত্বের চেয়ে বড় কোন ইবাদত-পূজা নাই।


যদি চলে যাবে , রেখ তাঁরে যতক্ষণ বুকে আছে প্রাণ
কর দুর  বিধানে আল্লাহর কলবের জঞ্জাল,
ওপার দিনের পূঁজি নিয়ে গেছো কি গোলাম ?
ঐ দেখ মুক্তি তোমার নিকটে !
যা  প্রভূর প্রতি নবীজির ফরিয়াদ ।


সুরে সুরে গেয়ে যাও মানবতার জয়গান-
মানুষের চেয়ে উর্ধ্বে কেহ নাই,নহে কেহ তার সমান
মানব কল্যাণে সাদা কালো জাতভেদ কোন নাই!
নিখিলে যা কিছু শ্রেষ্ঠ সৃষ্টি সবকিছু মনিবের


র্নিযাতনের ষ্টিম রোলার মানবের দিকে ফিরবে না,
শাসকের শোষণ চলবেনা নিপীড়িত জনতার প্রতি
হে মানব, হে মুসলমান , হে ইমানদার ।
আজকে মানুষের অন্তঃ কপাট অবরুদ্ধ দুষ্টের দাবানলে
কোরআনের আলোয় ঐ খুলে দাও বদ্ধ দুয়ার
জেগে দাও মোহর খচিত প্রাণ,বধির কর্ণ্ দ্বার।
---------------------