ধরণীর প্রেম চিরচেনা বাঁধন যেতে হবে তারে ছাড়ি
দিতে হবে তোরে আয়ূর নিশিতে অনন্ত পথ পাড়ি ।


সম্মুখে তোর বিপদের গিরি স্ফুলিঙ্গ পারাবার
কঠিন সুরঙ্গে  চির বলীয়ান পাড়ি দেরে ইমানদার ।


মুমিন!মুমিন!দেরে তুই  জাগি নেরে মুক্তির তলোয়ার
জাগ জাগ, কোরআন হাদিস সে ত নহে তোকে হারাবার।


দুষ্টের বজ্রে পুড়বে না তোর অন্তরে গাঁথা কোরআন
বাতিলের ডাকে ছুটবে না আর হাদিসের মুসলমান ।


মুক্তির ”হাদিস” “কোরআনের আলো ” ধমনীতে বহে যার
অন্ধ যুগে সে যদি না জাগে- কোন প্রাণ জাগবে আর?


জেগে ওঠরে, মুক্তি নেরে -ইমানহীন যত মূর্খ্ প্রাণ
হিসাব দিনের- ঐ অগ্নি পথের নেরে আজি সমাধান।


ভ্রান্ত প্রেম  মুছে ফেল,মুছে ফেল যত অভিশাপ রেখা,
ওপার দিগন্তে চেয়ে দেখ যেখানে তোর বিজয় লেখা।
-------------------