তোমরা কি জানো এ তরুণেরা কেন হঠাৎ এমন
উঁচু শির হয়ে ওঠে নিঁচু শির, চৌদিকে ভঙ্গুর দন্ড!আলোহীন পথচলা! কেন
অশ্রুসিক্ত ?কেন
ধেয়ে আসে শোকার্ত্ মেঘ ! কেন দীপ্ত দিবসে আঁধারের ঘনঘটা ?
আর থোকা থোকা শিশিবিন্দু !
যৌবন কেন এতো বিষাদময় !এতো ভয়ঙ্কর!
আমি জানি এতো বিধাতার অভিশাপ নয়, নয় কোন প্রিয়সীর  প্রেম
এতো আমাদের অজ্ঞের মহাবরণ
শিক্ষার দৈন্যতা, নেশার উত্তাল তরঙ্গ ।
এ কোন প্রিয়হারা যুদ্ধের রক্তাক্ত প্রান্তর !
এতো অস্থি মজ্জাহীন কঙ্কালসার
এক যুবকের মরণ হুঙ্কার
মায়ের সম্মুখে জীবন্ত লাশ!
বাকরুদ্ধ বুক ফাটা কান্না ।
তরুণেরা নয় কোন ফোটন্ত গোলাপ, উম্মুক্ত সুবাস
কিংবা পাঁপড়ির মধুময় নির্যাস।
এ যে ফোটাতে হয়, পথ দেখাতে হয়!
হে জাতি, তোমরা কি জানো
কে হবে সেই বিজয়ী শিল্পি
যে রবে  মোনালিসার প্রাণবন্ত হাস্যে !
------------------