বহুকাল ধরে আমি হেঁটেছি এই মরুর বুকে,
হেঁটেছি সেদিকে যেদিকে আমার এ নয়ন চলে।
কতো বালু ঝড় কতো রোদ আমি উপেক্ষা করে
হেঁটে চলেছি এই মরুর পথে।
আমার বহুকালের এই পথ হাঁটাতে
আমি দেখেছি কতো কি।
কোথাও দেখেছি মরা গাছ,
কখনো দেখেছি কাটাদ্বার গাছ।
জেনেছি কতো জ্ঞান, পেয়েছি কতো শিক্ষা।


দেখেছি কত রাত, দেখেছি কত দিন।
রাত্রি বেলায় আমি সয়েছি হাড় হিম করা ঠাণ্ডা।
দিনের বেলায় আমি সয়েছি সূর্যের তীব্র তাপ,
যা আমায় পুড়িয়া করেছে কয়লা।


বহুকালের এই হাঁটার মধ্যে,
আমি দেখেছি কত ধরণের জীব-জন্তু,
কখনো দেখেছি সাপ, কখনো দেখেছি বিচ্ছু।
বহুভাবে তারা আমায় করেছে আঘাত;
কেউবা দিয়েছে আমায় বিষে ভরা কাটা,
কেউবা দিয়েছে আমায় বিষে ভরা ছোবল।
কখনো তারা আমায় শিকার করতে চেয়েও পারেনি।
আমি এই ধূসর মরুর বুকে জীবন বলতে,
আমি ব্যতিত তাদের দেখাই পেয়েছিলাম।
আমি তাদের আমার বন্ধু করে
পারি দিতে চেয়েছিলাম এই জাহান্নাম-মরুর পথ।
কিন্তু যতবার আমি তাদের বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছি,
ততবার তারা আমায় বিষ ভরা ছোবল ফিরিয়ে দিয়েছে।


কাব্যগ্রন্থ - আমি
১:০১ রাত
২৯ই ফাল্গুন ১৪৩০বঙ্গাব্দ
১৩ই মার্চ ২০২৪ইং