স্বাধীনতা আছে বলেই বেঁচে আছি
আর বেঁচে আছি বলেই হয়তো ভালো আছি।
এই ভালো থাকার মাঝেও এক ধরনের বিষন্নতা আছে
সুদক্ষ কারিগরের সুনিপুণ নাটকীয়তা আছে।
যেমন নাটকীয়তা থাকে একজোড়া পায়রা উড়ায়
নাটকীয়তা থাকে ভালোবাসার কাবিননামায়।
জোছনার জল ঝিঁ ঝিঁ পোকার ডাক বাঁশের বাঁশি
সবই এখন টেস্টিং সল্ট আর গোলমরিচের স্বাদে আবদ্ধ
জীবন পরিভ্রমণ করে এখন জ্যামিতিক আর বীজগণিতের সূত্র জঠরে ।
পাটিগণিত যেখানে শুধুই ছড়ায় হাহাকার।
স্বাধীনতার গলিত পুঁজে দুর্গন্ধময় এখন বাংলার মানচিত্র।
অসহায়ত্বের বন্দীদশায় অসংখ্য চোখের রেটিনা খোঁজে নির্লোভ আকাশ।
তবুও বেঁচে থাকার
অধিকার আছে বলেই
হয়তো বেঁচে থাকছি
স্বাধীনতার বিলাপ ধ্বনি রাত গভীরে শুনছি।