লিখতে গিয়ে কত কিছু ভাবি ;
বায়ান্ন.........একুশ............
হিমালয়ের দেহ ঝরা ঘাম
নিলাভ আকাশের স্বপ্ন বেলুন
এবং চুপসে যাওয়া বেলুন।
উত্তপ্ত বায়ুমন্ডল
তপ্ত মানুষের মন।
চারদিকে শুধু মার মার রব
যত পারো লুফে নাও সব,
লুফে নেয়াও যেন নাগরিক অধিকার।
সময় এখন জল্লাদের হাতে শান দেয়া ছুরি
সুযোগ পেলেই জখম করে হৃদপিণ্ড।
জীবনের মূল্য এখন
তুড়ি বাজানো শব্দ মাত্র।
যত্রতত্র সম্ভ্রম নেয়া এবং দেয়া
সবই যেন নাগরিক অধিকার।