আমার একটা আমি আছে
যে আমি টা তোমার জন্য না।
সে আমি টা সূর্যের কাছে
এক মুঠো রোদ পাবার আশায়
এলিয়ে রাখে গা।


আমার একটা আমি আছে
যে আমি টা তোমার জন্য না।
সে আমি টা চাঁদ নগরে
হারিয়ে যেতে উদাস চোখে
ছড়িয়ে রাখে পা।


আমার একটা আমি আছে
যে আমি টা তোমার জন্য না।
সে আমি টা গভীর রাতের কষ্ট ছুঁতে
ছোটায় ঘোড়া জোনাক হাতে
ভয় পেতে জানেনা!


আমার একটা আমি আছে
যে আমি টা তোমার জন্য না।
সে আমি টা নদীর ঢেউয়ে
জলের তোড়ে ভেসে যেতে
দিধান্বিত হয় না।


আমার একটা আমি আছে
যে আমি টা তোমার জন্য না।
সেই আমি টা বেতস বনে ডাহুক খোঁজে
ভর দুপুরে ঘুঘুর পিছে
চঞ্চলা মন ঘরে থাকে না।


আমার একটা আমি আছে
যে আমি টা তোমার জন্য না।
সেই আমি টা মিছিল চিনে
দ্রোহে দ্রোহে জ্বলে ওঠে
মৃত্যু কে ডরে না।