নাকে দিছে নাক ফুল কানে সোনার দুল
সোনার অঙ্গ সোনায় ভরা মেঘ বরণ চুল ।
মেহেদি রঙ্গে রাঙ্গা দুহাত পরনে লাল শাড়ি,
আজ সুর্বনার সুভ বিবাহ নিমন্ত্রিত আমি ।
চারিদিকে হোই চোই আসলো বরের গাড়ি
বুকে আমার আগুন জলে সপ্ন তার জ্বালানি ।
আতোস বাজি ফুটলো কত বাজলো ব্যান্ডের বাঁশি ।
আজ সুর্বনার সুভ বিবাহ যারে ভালোবাসি ।
নাস্তা পানি খাওয়া শেষ আসলো বিয়ের কাজি
কবুল বলতে করলোনা সে একটু খানি দেরি ।
সুর্বনা তুমি অনেক ভালো থাকো খুব সুখে
আমি বলদ করি দোয়া তোমায় ভালোবেসে ।