জীবন দস্তখতের প্রতিটি পাতা
ছোট্ট বড় খন্ড খন্ড সৃতি গুলো
                রং ছড়িয়ে আঁকা।
বহু দিন পর উলটে পালটে দেখি
পড়ে আছে সুখ নদীর জীবন ভেলা
রঙ্গিল ছবি, রসিক যত কথা ।
এক বিন্দু শান্তি আসাই পিছনে ফিরে চাওয়া।
কিন্তু না,
     আমার ভাবনাটাই হলো বিথা।
সৃতি কখনো শান্তি দেয় না
বরংচো বাড়িয়ে দেয় বুকের ব্যথা,
বাড়িয়ে দেয় আবেগি হৃদয়ের ব্যাকুলিতা।
আজ যেটা ঘটে যায়
          কাল সেটা উঠে যায়
                        সৃতির পাতায়।
সৃতি থেকে শিক্ষা নেয়া যায়
                  তবে আনন্দ নয়।