সুনালি বাংলাদেশ
আমার রুপালি  বাংলাদেশ ।
স্যামল মায়ের দেশ
আমার সোনার বাংলাদেশ ।
এখানে সদা, পাখিদের কোলা
বৃক্ষের সমাবেশ ।


নদীতে দেখো নৌকা চলে
ঢেওয়ের তালে তালে ।
পাল তুলে মাঝি বোইঠা মারে
ভাটিয়ালি সুরে ।
কুলের সাদা কাশফুলের
হাসির তো নেয় শেষ ।


এখানে কৃষক ফসল ফলায়
বাতাসে দেয় দুল ।
ঘরে ঘরে দেখ নবান্নের
ফুটেছে রঙ্গিল ফুল ।
চাষিদের মাঝে চাষিদের কোন
নায় যে বিদ্দেশ ।