আমরা দুটি ভায়
মোদের নাম ঠিকানা নায়
পথে পথে ঘুরি আর
পার্কে বসে খায় ।
দিনের বেলায় কাগজ কুড়ায়
রাতের বেলায় চোট্ট ঘুমায়
আর আমি মশা তাড়ায়
তাই,ওরা নাম দিয়েছে টোকায় ।


আমরা দুটি ভায়
মোদের দাদা দাদি নানা নানি
কে থাকে কোথায় ?
মা মরেছে অনেক আগে
বাবাকে দেখিনায় ।
কত মানুষ আসে যায়
কত সুন্দার সুন্দার জামা গায়
এত সুন্দার জামা প্যান্ট, তারা কোথায় পায় ?
আমার তো জামা নায় !
একটা ছেড়া প্যান্ট,
তাও সব দেখা যায় ।
আর ছোট্টর গায়ের গেনজিটা,
পেয়েছি রাস্তায় ।
কত বড় বড় বাড়ি
আর,গাড়ির আভাব নায় ।
গাড়িতে তো দুরের কথা,
রিক্সাতেও চড়ি নায় ।
কারন, মোদের যাবার জায়গাইতো নায় ।
আর বাড়ির ছায়া পড়লে গায়ে,
পুলিশ বেটা লাঠি নিয়ে তাড়ায় ।


আমরা দুটি ভায় রাস্তার টোকায়
মোদের কোন সপ্ন আশা নায় ।
সুধু পেট ভরে খায়তে পারলেই,
দিনটা ভালো যায় ।