সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ
আজ বিচারের কাঠগড়ায়।
বিচারক বিবেক বান হৃদয়।
পেটকে বাদী করে কয়!
আমরা সবাই কাজ করি,
পেট শুধু খায়।


বিচারক পড়েছে বড় চিন্তায়!
এমন কোন অধ্যায় তার বিধানে নাই।

হঠৎ পেট বলে মহাদয়,
         আমি কিছু বলতে চায়!
আমাকে নিয়ে এতো অভিযোগ
              এতো সহিবার নয়।


আমি আছি তাই,
মানুষ ভাবনার পরিবর্তন ঘটায়
নব নিত্য নতুনের উদ্ভব হয়।
আমি আছি তাই,
           মানুষ সুন্দরের পূজায়
                   পৃথিবীকে সাজায়।
রঙ্গ মঞ্চে গান গায়
              জীবন আনন্দময়।


বিচারক চোখের জল ফেলে কয়,
পেট আছে তাই
আমরা সবাই চলি তারি ধান্দায়।