শুনেছি জীবনের রং বদলায়
কখনো সাদা কখনো কালো
কখনো রংধনুর রুপ পায়
আমার জীবনটা একরঙা
যেন লোহার গায়ে পড়েছে মরিচা
জন্ম থেকে দুঃখ দারিদ্র্যতার সাথে লড়েছি পানঞ্জা
বারবার হার মেনে চলেছে জীবনটা
এখন আর পারছিনা
আমার জীবন যেন মোষের গাড়ির চাকা
চড়িয়ে মানব, কত ভারি বোঝা
মেঠো পথ, গড়ের মাঠ, আর পায়লাম হাটু সমান কাঁদা
জোটে নায় সাধের পাকা রাস্তা
যদি না থাকে পুথিগতবিদ্যা, গোলা ভরা টাকা
তবে ব্যর্থ ব্যক্তিত্ব  ব্যর্থ জীবনের আশা
পারছি না বিদ্যাতে বসাতে মন
পারছি না  সংস্বারের হাল ধরতে এখন
বড় ক্লান্ত দুশ্চিন্তায় ভরা এ জীবন
আমি হাল ছাড়ব না
জয় করবো কাটিয়ে সব হতাশা
ওরা যতই বলুক কটু কথা
করুক শত নিন্দা
দেশের জন্য লিখব সদা
গড়তে সোনার বাংলা