গ্রীষ্মের দুপুরে জল নায় পুকুরে
কা কা কাক ডাকে কড়ই গাছে ডালে।
চারিদিকে খা খা মাটি ফেড়ে হা
গুড়ুম গুড়ুম মেঘ ডাকে তবে নায় ভরসা।
কিশোরিরা কলশি কাকে
জল আনিতে যায় ঘাঁটে।
বাবলা তলায় রাখাল ঘুমায়
মাজার গামছা পেড়ে।
চলেছে কাজের ছেলে থেমে নায় জেলে
দর দর ঘাম ঝরে রোদ্দুর তাপে।


গ্রীষ্মের দুপুরে হোই হোই ছোটেরে
পাড়ার যত ছেলে।
হেলে পড়া গাছটা থেকে
লাফিয়ে পড়ে নদীর জলে
আনন্দ আর উল্লাসে।
রাঙ্গা চোঁখে ঝাপসা দেখে
তবুও না সাধ মেটে
হোলডুবির ছলে।
মা আসলে লাঠি নিয়ে
উপর হতে ধমক দিলে
ফিরবে তবে ঘরে।