ঘুর্ণিয়মান পৃথিবীর সমগ্র জাতি
স্রষ্টার সমস্ত সৃষ্টি আপন গতির অধিকারি।
কখন ঝিরি ঝিরি সমিরের পরশ মাখা স্পর্শতা
আমি দেখেছি দমকা হাওয়ার তোলপাড়,
প্রলয় শিখা।
কখন রবির মিষ্টি আলোয় মেলে দিয়েছি গা
কখন রবির প্রচান্ড তাপে মাটি ফেটে হা।
আমি দেখেছি নদীর জোয়ার ভাটা
সূর্য উঠা নামা, মেঘ বৃষ্টির খেলা
কেহ স্নেহময়ি কিংম্বা পিরিতের বাধনে স্থির না।
গতিময় পৃথিবীতে কেহ কারো আনুসারি না
স্ব স্ব স্থান থেকে সবাই সেরা।