ঈদ তোমার আমার সবার জন্য
তবে ঈদের আনন্দটা ভিন্ন।
ঈদ এলে বাবার কাছে সন্তানের যত চাওয়া
আর পরিবারের মুখে হাসি যেন বাবার আনন্দটা।
বৃদ্ধা দাদুর মুখে আজ বড় হতাশা
কারণ, তিনিতো আর নায় দায়িত্ববান কর্তা।
কারো মুখে হাসি বুকে ব্যথা
কারো কাছে ঈদ মানে,
প্রত্তাশিত চোখে চেয়ে চেয়ে দেখা।
ঈদ এলে কেহ ভাসে স্বর্গ সুখে
কারো শূন্য বুকে ঈদের সুখে হা-হা-কার বাড়ে।
তোমরা যে যায় বলো ভায়
আমি একটা কথা বলে যায়
এই না ঈদের আনন্দ সবার জন্য নয়।